মেঘ তুমি এসে / সাইফ আলি

মেঘ তুমি এসে নেভাও এ দাবানল
পুড়ে গেল সব মায়াবী পাখির ’বাস
অঝোর ধারায় নামাও শীতল জল
আরেকটিবার নিতে চাই নিঃশ্বাস।

এই নগরীতে আগুন লেগেছে খুব
আগুন লেগেছে কোটি মানুষের মনে
এক সমুদ্র জল দাও দেবো ডুব
তুমিই পারবে এ আমার বিশ্বাস।

এখানে আজকে হৃদয়ের তল্লাটে
ফাগুনের নামে আগুনের বসবাস
সুখের জাহাজ ভিড়বে না এই ঘাটে
প্রতি মুহূর্তে উঠছে নাভিশ্বাস।

মেঘ তুমি এসে নেভাও এ দাবানল
এখন ভরসা তোমার বরষা রূপ
বাগান ছেড়েছে মায়াবী পাখির দল
এখন সেখানে শোনা যায় হা-হুতাশ।

দৈনিক সংগ্রাম; ঢাকা, শুক্রবার 11 November 2016 ২৭ কার্তিক ১৪২৩, ১০ সফর ১৪৩৮ হিজরী

এখানে আপনার মন্তব্য রেখে যান