শুধু নষ্টকথা শুনে / সায়ীদ আবুবকর

শুধু নষ্টকথা শুনে, নষ্টকথা বলে- শুনে শুনে- বলে বলে
আমাদের জীবন তাহলে
কেটে যাবে এভাবেই ধ্বজভঙ্গ পদ্মামেঘনার মতো?
জীবন কী তাহলে মূলত
প্রতিদিন অবিরাম
শেয়ালশকুনদের ইতরবক্তৃতা শুনে শুনে কি-সুন্দর কি-সুন্দর বলে বলে ইতরামি করে উঠবার নাম?

বিদ্রোহে বিক্ষোভে আমাদের হৃদয় দাঁড়ায় ঘুরে, আমরা তা পাই টের;
আর তাই নতুন শপথে অসহ্য রাত্রির শেষে প্রতিদিন আমাদের
ভেঙে ভেঙে যায় ঘুম- কবরের মতো হিম, ধূসর ও নীল;
আর তাই দিকে দিকে অনিবার্য হয়ে ওঠে যুদ্ধ খুন রক্তপাত শ্লোগান মিছিল।

ফৌজদারহাট
৬.৬.২০০১

এখানে আপনার মন্তব্য রেখে যান