আমাকে আমার কাছে বেচে দাও তুমি
আত্মদ্বন্দে ভুগি সমস্ত রাত,
হাসিমুখে কি দিয়েছো বুঝিনি তা আগে
এখন দেখছি শুধু সাজানো আঘাত।
চোখে রেখে চোখ আর হাতে রেখে হাত
হৃদয় জমিনে যার করলে আবাদ,
সে এখন পাকা ধান, কাটো দুই হাতে;
মই দিয়ে করো কেনো সব বরবাদ!!
রাত্রি গভীর হলে ভাবি শুধু এই,
কিভাবে আবাদ হবে আবার সে ভুঁই?
যে ভুঁই তোমার ছোঁয়া পেয়ে একবার
ভুলে গেছে এ জীবনে আছে কোনো দুই…
মন্তব্য করুন