আজ এখানে এক পা দু’পা তোমার ছায়া
আজ এখানে একটি চাঁদ ও একটি তারা
কাল যেখানে শূন্য ছিলো
আজ সেখানে বইছে দেখো নতুন ধারা…
ঠিক হবে কি ঠিক হবে না ওসব ভেবে
কি লাভ এখন তারচে বরং এখন ভাবো
কেমন করে কোন ফুলে এই
তোমার আমার ঘর সাজাবো।
তবুও তোমার ঘোমটা তুমি তুললে না তো
গোলাপ কলি পাপড়ি তোমার খুললে না তো,
থাকতে পারে রাগ অভিমান, থাকেই যদি;
সমর্পিত এ বুক তোমার, বহাও নদী…
শুনছো নারী?
ইচ্ছে মতো করতে পারো হুকুম জারি;
রাজ্য তোমার, রাজাও তোমার, তুমিই রাণী
একটুখানি হৃদয় দিলে এ বুক হবে হৃদয়দানী…
মন্তব্য করুন