আমি শুধু অশ্রুভেজা চোখে / সাইফ আলি

(সীমান্তে হত্যাকান্ডের প্রতিবাদে)

আমি শুধু অশ্রুভেজা চোখে দেখতেই থাকি-
বারুদের গন্ধে ভরে যায় পাঁজর কুঠুরি;
তারপর,
বেয়োনেটের নির্মম খোঁচায় ঝাঁঝরা হয়ে গেলে
কি চমৎকার নদীতে ভাসিয়ে দাও শতছিন্ন শরীর আমার,
ষোলো কোটি মানুষের এই বাংলার।
আমি শুধু মুগ্ধ হয়ে দেখি বন্ধুত্বের করুণ নিশানাগুলো
যেগুলো তোমার আঁকা,
তোমাদের বন্দুকের নলে
যে আগুন জ্বলে
সে আমার অবিরাম পরাধীনতার কথা বলে
সে আমার অবিরাম দু’চোখ উপড়ে নিতে চায়-
তোমার মুখের সব কথা
আমাদের স্বাধীনতা অস্বীকার করে,
আমাদের অধিকার ছুঁড়ে মারে কাঁটাতারে, আর
সব শেষে বন্ধুত্বের ইরেজারে ঘষে ঘষে তুলে ফেলে রক্তের সমস্ত দাগ!!

এখানে আপনার মন্তব্য রেখে যান