তেলঅলাদের গান / সায়ীদ আবুবকর

তেলা মাথায় তেল মাখাতে
শুধুই আমরা চাই ভাই
আতেলাদের তেল মাখানোর
তেল আমাদের নাই ভাই।

তোমরা যারা তেলমহাজন
করো তেলের কারবার
আমরা তাদের আত্মীয় হই,
বলতে চাই তা বারবার।

কিন্তু যারা দীনভিখিরি
মৃত্যু যাদের সামনেই
আমরা তাদের আত্মীয় নই,
তাদের কোনো দাম নেই।

খুলনা
২২.০৮.১৯৮৭

এখানে আপনার মন্তব্য রেখে যান