মধ্য রাতে যাই ঘুমাতে
ঘুম আসে না ঘুম
পাই বাতাসে শুনতে, কোথাও
কাঁদতেছে মজলুম।
কাঁদতেছে কেউ বোমা হামলায়
কাঁদতেছে কেউ খিদেয়
কী করি, হায়, তাদের জন্যে,
কী দেই তাদের কী দেই?
কলম বললো, আমায় ধরো
লেখো এমন লেখা
যে-লেখাতে হয় জালিমের
উচিত শিক্ষা শেখা।
অস্ত্র বললো, আমায় ধরো
যুদ্ধ শুরু হোক
বাঁচতে হলে মরতে হবে,
মারতে কিছু লোক।
কলম ধরি, অস্ত্র ধরি,
রক্ত ওঠে নেচে
সেই নাচনে আহার নিদ্রা
হারাম হয়ে গেছে।
রাবি
৭.৭.১৯৯৩