চিন্তার করিডোরে পরিচিত হাটাহাটি নেই,
আজ যেনো মুখোশের রাত-
সময়ের বালুচরে প্রিয় লাশ ঘুমায় অঘোরে
আর তার সুর ধরে
দল বেধে জমা হয় পিপিলিকা আশা;
চিন্তার করিডোরে পরিচিত নেই আর কেউ
আছে শুধু কতগুলো
জমে থাকা নীল ভালোবাসা…
মাঝে মাঝে মনে হয়-
প্রান্তরে যে সূর্য ডুবে গেছে তাকে
ফেরাবার কেউ নেই বাকি;
তবু চেয়ে থাকি।
আমাদের সব কিছু মুছলেও আশারা মোছেনা…
আমাদের সব কিছু ধুয়ে যায়, তবু থাকে
পলিজমা নতুন জীবন।
চিন্তার করিডোরে পরিচিত হাটাহাটি নেই,
আজ যেনো মুখোশের রাত-
খুনিভেবে ডানহাতে-বামহাতে অবিরাম
চলে সংঘাত।
এখানে আপনার মন্তব্য রেখে যান