পৃথিবীকে কেটে কেটে / সাইফ আলি

তোমাদের পাহাড়ের পাদদেশে আমাদের সুখ
করে বসবাস,
তোমাদের ঝর্ণাটা নদী হয়ে বয়ে যায়
আমাদের উঠোন মাড়িয়ে;
তোমাদের পলি এসে জমা হয় আমাদের ধানক্ষেতে পাটক্ষেতে
তবু-
তোমাদের আমাদের বৈরিতা জনম জনম!!

আমাদের সাগরের পানিগুলো মেঘে মেঘে তোমাদের দেশে
বৃষ্টি ঝরায়,
আমাদের বুক থেকে রস নিয়ে বেঁচে থাকে পাহাড় বনানী;
অতঃপর বয়ে যায় ঝর্ণা সুপেয়…

আসলে কি এইসব আমাদের তোমাদের হয়;
আসলে কি এইসব মেনে চলে সীমানা দেশের??
আমাদের পাখিগুলো আমাদের নয় শুধু
তোমাদেরও ডালে ডালে বসুক সে পাখি,
আমাদের বাঁশঝাড় মাতাক না তোমাদের অগণিত রাতের জোনাকি…
পৃথিবীকে কেটে কেটে নাস্তার টেবিলে এনো না,
মানুষ খাদক বড়, সব খায়; তোমরা চেনো না।

এখানে আপনার মন্তব্য রেখে যান