তোমার বুকের গন্ধ আমায় মাতাল করে
তোমার চোখের তারায় দেখি উচ্ছলতা
তুমি আমার দশ আঙ্গুলের সবকটি নাও
নিস্ব বানাও, ফকির বানাও…
ঝর্ণা যেমন পাহাড় দাপায় তেমনি তুমি
দাপিয়ে বেড়াও আমার সকল সবুজ ভূমি
কেবল শুধু চাষ কোরো না অবিশ্বাসের ছোট্ট দানাও;
এ নাও তুমি ভালোবাসার সবটুকু নাও, নিস্ব বানাও…
শ্রাবণ যেমন বর্ষা আনে তেমন তুমি
আমার বুকের উঠোন জুড়ে ছেনছো কাদা-
হাতের তালুয় কর্দমাক্ত হৃদয় আমার,
মুক্তি পাওয়ার বিন্দুমাত্র নেই ইরাদা…