যেনো এক অন্ধকার তিল হয়ে বেঁচে আছি
তোমার ঐ আলোর শরীরে,
তুমি যেই তিল আঁকো চিবুকের ’পরে
সেই তীল মুছে যায় সহজেই…
আমিতো মুছি না!!
আমি কোনো আলো নই, নারী;
কিন্তু তোমার ঐ আলোর শরীর
আরো বেশি প্রাণবন্ত করে দিতে পারি।
যেনো এক অন্ধকার তিল হয়ে বেঁচে আছি
তোমার ঐ আলোর শরীরে,
তুমি যেই তিল আঁকো চিবুকের ’পরে
সেই তীল মুছে যায় সহজেই…
আমিতো মুছি না!!
আমি কোনো আলো নই, নারী;
কিন্তু তোমার ঐ আলোর শরীর
আরো বেশি প্রাণবন্ত করে দিতে পারি।