বলো, ভালবাসা ছাড়া মুক্তি নেই আজ কারো। বলো,
প্রণয়শরাব ছাড়া শান্তি কারো নেই পৃথিবীর।
দেশ নয়, জাতি নয়, অর্থ বিত্ত বীরত্বও নয়,
বলো, আজ মুক্তি শুধু, শান্তি শুধু ফুলেল নারীর
বুকে আর ঠোঁটে। বলো, যুদ্ধের খিচুড়ি নয় আর,
নারীর হৃদয়ে আজ রাঁধাবাড়া হবে প্রেমক্ষীর।
বলো, যুদ্ধে জেতা নয়, প্রেমাঙ্গনে নারীর হৃদয়
জয় করে নেবে যে-ই, সে-ই আজ সৌভাগ্যের বীর।
বলো, মিথ্যে দেশপ্রেম, দেশ আজ নারীর শরীর;
নারীর হৃদয়দ্বীপ রাজধানী আজ আমাদের।
মৃত্তিকার জন্যে ছাই, কেন আর মৃত্যুমৃত্যু খেলা-
সোনার শরীর দেশে এসো আজ সবুজ প্রেমের
ফলাবো ফসল। বলো, বোমা নয়, ক্ষেপণাস্ত্র নয়,
শান্তিশৃঙ্খলার জন্যে প্রেমই আজ বড় শমসের।
রাবি
১৯.১০.১৯৯২