আমার এ হাত ধরো
গোলাম বানাবো না
পাখিদের মতো বিচেলি কুড়োবো গিয়ে
বানাবো ছোট্ট কুঁড়ে
প্রাসাদ বানাবো না….
বিরক্তিকর চোখে
বললে আমাকে- “শোনো,
রাজার পূত্র চাই…
চাই সে রাজ মহল,
রাণীর মুকুট দেখে
হবে মুগ্ধ পুষ্পদল।”
পাশ থেকে হটকারি
বললো- আহারে, রূপসী তোমাকে
রাণী না বানিয়ে পারি!!
দ্বিধায় দুলছো তুমি?
হৃদয় কখনো দ্বিধায় দোলেনা,
হয় না তো মৌসূমী।
মন্তব্য করুন