আজকাল কিরকম / সাইফ আলি

আজকাল স্বপ্নেরা উচ্ছেদ হয়ে যায় দেখার আগেই
অক্ষর মন থেকে কোনখানে চলে যায় লেখার আগেই
কুঁড়িগুলো ফুল হয়ে ফুটবে না বলেই কি বাগান মালিক
কেটে কেটে ছাফ করে ফুলগাছ সব??

আজকাল কথাগুলো এলোমেলো হয়ে যায় বাক্য মেলে না
গানগুলো কিরকম বেসুরোই বেজে উঠে কাঁপায় জীবন
আমরা মানুষগুলো পশুদের সাথে সাথে বেড়ে উঠি আর
মানবিক গুণ ছেড়ে দানবিকতায় ঠেকে উপসংহার!!

পথচারি হয়ে যায় কশাইখানার কোনো মাংশের দলা
রক্ত বিছানো থাকে গোলাপের পাপড়ির মতো
আজকাল স্বপ্নেরা উচ্ছেদ হয়ে যায় দেখার আগেই;
তোমাদের সময় কি এরকম হতো?

তোমরা তো বলো শুধু স্বপ্ন সাজিয়ে রেখে কাটাতে জীবন
তোমরা তো বলো শুধু আশার জোনাক জ্বেলে কাটাতে জীবন
আজকাল কিরকম হতাশার বেচাকেনা বেড়েছে এখানে
আজকাল মানুষেরা ধার করা ভালোবাসা চেয়ে চেয়ে আনে।

এখানে আপনার মন্তব্য রেখে যান