তুমি কি জানবে জীবনের অর্থটা / সাইফ আলি

তুমি কি জানবে জীবনের অর্থটা
তুমি তো তোমার স্বপ্নকে ঢেকে রাখো
অনাগত কোনো ক্লান্তির ভয়ে তুমি
সারাটা সময় চাদর মুড়িয়ে থাকো।

তুমি কি জানবে বৃক্ষের কারসাজি
পাথরের ভাজে বীজের অঙ্কুরণ
তুমি তো ভাবছো ক্ষয় হয়ে যাবে পা
কাঁদার ভেতরে হাটলেই কিছুক্ষণ।

পাখিরা ওড়েনা বাতাসের ধাক্কাতে
পাখিরা ওড়েনা ঘুড়িদের মতো করে
পাখিরা উড়ছে দু’ডানায় দিয়ে ভর
একটা আকাশ পুষে রেখে অন্তরে।

তুমি কি জানবে বৃষ্টির মূলকথা-
তারাকি শুধুই মেঘের কান্না হয়ে
নেমে আসে এই পৃথিবীর রাজপথে?
তারা আনে নব জীবনের সুর বয়ে।

তুমি কি জানবে জীবনের অর্থটা
তুমি তো তোমার নিজেকেই জানলেনা;
চাদর সরাও চাদর সরাও শোনো-
বুকের জমিনে স্বপ্নের ধান বোনো।

এখানে আপনার মন্তব্য রেখে যান