ঊনিশ বিশে লাভ না হলে একুশ নিয়ে ভাব
তাতেও যদি হয় সমাধান পাঁচটা দেবো ডাব
কিন্তু যদি ভূগোল পড়াস গুগোল ঘেঁটে ঘেঁটে
দুইটা ডাবের জল খাওয়াবো জিহ্বা দিয়ে চেটে।
সব জাগাতে মাতুব্বরি কলকে ধরে হাতে
দিনের বেলা পথ ভুলে যাস- চিনতে পারিস রাতে
ওসব ছেড়ে ভালোয় ভালোয় সত্য ধরে বাঁচ
তা না হলে নাচতে হবে, কুত্তা-বিলেই নাচ।
গরম গরম বাক্য ভাজিস আবার বলিস কুল (cool),
কায়দা মতো ধরবো যেদিন কাটবো ঠিকই মূল।
এখানে আপনার মন্তব্য রেখে যান