তারার প্রতি / সাইফ আলি

তুমি কি এভাবে জ্বলতে জ্বলতে ম্লান হয়ে যাবে তারা
তুমি কি এভাবে রাতের বাজারে বিলাবে তোমার আলো
আমার শূন্য দৃষ্টি তোমাকে দেখতে দেখতে যদি
না দেখে তখনো বিলাবে তোমার স্নিগ্ধ শীতল রূপ
তুমি কি এভাবে পুড়তে পুড়তে নিজেকে পোড়াবে খুব?

হায়-
আমি যদি এক নাবিক হতাম উথাল সাগর জলে
অথবা ভীষণ আকাশপ্রেমিক শূন্যের গবেষক
হয়তো তোমাকে দেখতে দেখতে সাগর দিতাম পাড়ি
না হলে হতাম তোমার জন্য নিবেদিত নভোচারী।

কিন্তু আমি যে তোমার আলোয় চলতে শিখিনি পথ
ক্লান্ত আমার এ দৃষ্টিতে তুমি জ্বলন্ত মহারাণী
রহস্যে ভরা আকাশে আমার বিচরণ নেই কোনো
দু’চোখ ভরা এ দৃষ্টিতে শুধু ভালবাসা আছে জানি।

এখানে আপনার মন্তব্য রেখে যান