তুমি যদি খুনি হও, হতে পারো;
তুমি যদি মনে করো তোমাকে ছোঁয়ার কেউ নেই
করতেই পারো…
একবিংশ শতাব্দিতে এ তোমার একান্তই অধীকার বটে;
নিজের প্রচারে তুমি হতে পারো স্বঘোষিত বিজ্ঞানমনা
নিষেধ করিনে তাতে।
আত্মাকে অস্বিকার করে শরীরের পরিচর্যায় যেমন মেতেছো
আঙ্গুল উপড়ে ফেলে নখে নেলপলিশ করার চাইতে কম কি;
আজকাল তুমি নিজেকেই অস্বিকার করে বসছো
নেশায় বিভোর হয়ে রঙিন কল্পনায় খুঁজে ফিরেছো নিজেকে,
অথচ মাটিতে গড়াগড়ি ছাড়া রাতটাই কাটেনা তোমার।
এ কেমন অন্ধকারে ওৎ পাতা ছলনার জালে
নিজেকে সপেছো তুমি!! অজ্ঞান-মাতাল যুবক!!!
এখানে আপনার মন্তব্য রেখে যান