ঝিলামের শিশুগুলো / সাইফ আলি

ঝিলামের শিশুগুলো

গনমাধ্যম যেখানে মরা গরুর খোঁজে ভাগাড়ে ভাগাড়ে ঘুরে বেড়ায়
মানবতাবাদের দালালেরা যেখানে উটপাখির মতো মাথা গুঁজে পড়ে থাকে চুপচাপ
সেখানে তো তোমাকেই দিতে হবে জবাব হে ছেলে
তার আগে বলো দেখি এমন সাহস তুমি কোথা থেকে পেলে!!
কাশ্মীর জানে, ঝিলামের শিশুগুলো জুজু দেখে ভয় করে না,
বন্ধুকের নলের সামনে বুক চেতিয়ে দাঁড়ায় যে পিতা-
ওরা তো তারই সন্তান।
যুদ্ধের মাঠে যার বেড়ে ওঠা ,
সে কি আর মৃত্যুকে ভয় করে চলে?
আগুনের ফুলকিরা জ্বলে শুধু এভাবেই জ্বলে….

এখানে আপনার মন্তব্য রেখে যান