এ কেমন কথা, পৃথিবীর নৈরাজ্য সন্ত্রাস খুনজখম দেশদখল বোমাবাজি এসব আপনাকে বিচলিত করে না একটুও।
তিনি বললেন, কিই বা করতে পারতাম যদি এ সমস্ত নিয়ে ভেবে ভেবে ব্যাকুল হতাম সারাদিন? যেখানে দিবস আছে সেখানে রাত্রি থাকবেই, যেখানে হাবিল আছে সেখানে কাবিল; যেখানে জীবন, আজরাইল সেখানে। খুনোখুনি লুটপাট গুপ্তহত্যা চুরি ও ধর্ষণ কোন্ কালে ছিলো না কোথায় কোন্ দেশে? যেখানে মুসা ছিলো সেখানে ফেরাউনও ছিলো; আর ফেরাউন থাকা মানেই জনগণের গলায় ভয়াবহ দুঃশাসনের দড়ি। যেখানে ইব্রাহিম ছিলো সেখানে নমরুদও ছিলো; আর নমরুদ থাকা মানেই জুলুমের অগ্নিকুণ্ডে সারা দেশ ছেয়ে যাওয়া। আমি যদি দুনিয়াদার হতাম, দুনিয়ার লোভে দুনিয়াদারদের সাথে মেতে উঠতাম রক্তক্ষয়ী সংঘর্ষে।
১৩.৯.২০১০ নাটোর
এখানে আপনার মন্তব্য রেখে যান