মানুষ তখন মানুষ থাকেনা সত্যি… / সাইফ আলি

জীবন যখন জীবনের কথা বলেনা
পাখিরা গড়েনা বাতাসের সাথে সখ্য
আকাশ হয়না দু’চোখের প্রিয় আশ্রয়
বিবেক হয়না রাখালের মতো দক্ষ্য
মানুষ তখন মানুষ থাকেনা সত্যি…

এখানে আপনার মন্তব্য রেখে যান