আমার সর্বাঙ্গে যত পাপ তার চেয়ে বেশি অনুতাপ।
আমার নফস বাজপাখির মতো এক-একটা ছোবল মেরে
ফেলে দিয়ে যায় আমাকে পাপের অন্ধকারে। সে-অন্ধকারের
ভেতর কেবলি নর্তকীর নাচ আর শরাবের নীল নেশা। যখন রাতান্তে ঘোর কেটে যায়, আমি আদমের পা নিয়ে ছুটোছুটি করি চারদিকে হাওয়ার সন্ধানে। আমার অন্তর পোড়ে তুষের আগুনে সারাদিন। আমার দুচোখ বঙ্গোপসাগর হয়ে দুরন্ত ভাসিয়ে দিতে চায়
জীবনের কূলউপকূল। ঠিক তক্ষুণি আরেকটি ছোবল দিয়ে
ফেলে দেয় নফস আমাকে আনন্দউচ্ছল হাবিয়ার মাঝখানে।
আমি আবার গা ঝাড়া দিয়ে উঠি। আবার আমাকে
কুরে কুরে খায় দুঃখের ইঁদুর। অনুশোচনাবৃশ্চিকের বিষ
ছড়িয়ে পড়ে সর্বাঙ্গে। এক মুহূর্তের অন্ধকারসুখ
ঠেলে দেয় আমাকে অনন্ত দুঃখের জাহান্নামে।
২৪.৯.২০১০ ঝিনাইদহ
এখানে আপনার মন্তব্য রেখে যান