পাপ কী?
-পাপপুণ্য ভিন্ন কোনো জিনিস নয়, বৎস।
কেউ তার স্ত্রীর কাছে যায়, কেউ যায় পতিতার কাছে।
একই ফুলে বোলতা খুঁজে পায় বিষ, মৌমাছি পায় মধু।
পাপকে আমরা চিনতে পারবো কিভাবে?
-এর রঙ সোনার চেয়ে উজ্জ্বল, খোশবু রজনীগন্ধার চেয়েও মধুর,
ভুনা গোশতের চেয়েও লোভনীয় এর স্বাদ। পাকা তেতুলের মতো
একে দেখলেও মুহূর্তের মধ্যে গালে চলে আসে পানি।
বড়ে গোলাম আলির গানের চেয়েও হৃদয়গ্রাহী এর সুর।
পৃথিবীতে পাপই তো জান্নাত, আর জলজ্যান্ত জাহান্নাম পুণ্য।
১০.১০.২০১০ ঝিনাইদহ
এখানে আপনার মন্তব্য রেখে যান