অতিত নীয়ে চিন্তা করে কাটছে যখন দিন তার
সময় কোথায় বর্তমানের সমাজ নিয়ে চিন্তার
গল্পে ভরা ইতিহাসের পাতায় রেখে চোখটা
ক্রমেই যেনো অতীত হয়ে যাচ্ছে ভীষণ লোকটা।
অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানে চলতে হয়
ভবিষ্যতের ভাবনা ভেবে তবেই কথা বলতে হয়,
অতীত নিয়ে চর্চা ভালো কিন্তু সেটা রাস্তা না
বর্তমানের লক্ষ্য হবে ভবিষ্যতের আস্তানা।
এখানে আপনার মন্তব্য রেখে যান