তুমিও কি ঘুমিয়েছো চাঁদ
মেঘের চাদরে ঢেকে মুখ,
স্যাঁতসেঁতে অন্ধকারে ভিজে
তোমারো কি হয়েছে অসুখ?
শহরের ছাদে আমি একা
নেই কোনো জোনাকি ডাহুক,
নেই কোনো ফুলের সুঘ্রাণ
গরম ধোঁয়ায় ভরা বুক।
আজ থেকে বহু দিন আগে
এইখানে ছিলো এক গ্রাম,
আর ছিলো ছোটো এক নদী
আজ তার নর্দমা নাম।
মাঠ ঘাট বটতলা ছিলো
আরো ছিলো দিলখোলা আজব মানুষ
ভালোবাসা করতো আবাদ;
আজ আছে ম্যানহোল ব্যলকোনি ছোটো
আরো আছে উঁচু উঁচু ছাদ।
এখানে আপনার মন্তব্য রেখে যান