বাঘ ও হরিণ / সায়ীদ আবুবকর

আমি তাঁকে বললাম, বাঘেরা হরিণ খায় তবু কেন হরিণেরা
বাঘের পাশেই থাকে?

তা-ই তো থাকবে,এ-ই তো নিয়ম। ক্ষিধে না লাগলে বাঘেরা কখনও হামলে পড়ে না হরিণের উপর। যদি বাঘদের কাছাকাছি না থাকতো, কবেই বিলুপ্ত হয়ে যেতো তারা পৃথিবীর পৃষ্ঠ থেকে! মানুষ নির্বিঘেœ ঢুকে পড়তো বনে, ট্রাক ভর্তি করে তাদেরকে নিয়ে আসতো কসাইখানায় এবং সাবাড় করে ফেলতো রাতারাতি।

১৬.১০.২০১০  ঝিনাইদহ

এখানে আপনার মন্তব্য রেখে যান