পথগুলো শুধু একেবেঁকে যায় পথের প্রান্তে
কখনো সকাল কখনো অবার গোধূলি আনতে
আমিও হারাই পথ থেকে পথে দূর সীমান্তে
আরো কত পথ বাকি থেকে গেল একথা জানতে।
জীবনের পথে প্রশ্রয়হীন একাকি স্বপ্ন
ফেরারী পথিক
খুঁজে খুঁজে ফেরে বাস্তবতার জটিল মূর্তি –
জ্বলে ধিক-ধিক
অবশেষে ছাই; মৃত সে আগুন
আবার নতুন বসন্ত খোঁজে আরেক ফাগুন।
পথগুলো শুধু একেবেঁকে ফের পথেই হারায়
তৃষ্ণার জল মরীচিকা হয়ে দুহাত বাড়ায়
পথিকেরা ঘোরে, ঘুরে ঘুরে মরে ছন্নছাড়াই
স্বপ্নেরা শুধু একে বেঁকে ফের পথেই হারায়।
তবু সে পথিক; আছে দুটো তার চলার যন্ত্র
জন্মের থেকে শিখেছে গতির অমর মন্ত্র
তাইতো চলছে
চলতেই আছে
চলতেই থাকে…
পথগুলো শুধু নিজেকে হারায় পথেরই বাঁকে।
এখানে আপনার মন্তব্য রেখে যান