মানুষের গান গাই / সায়ীদ আবুবকর

তারপরও মানুষই শ্রেষ্ঠ। মানুষই যাপন করে
নিশ্চিন্ত জীবন। অরণ্যে প্রাণীরা
কামড়াকামড়িরত একে অপরের সাথে। জলের অতলে
হাঙর-কুমির-মৎস্য একে অপরকে খেয়ে ফেলবার নিষ্ঠুর খেলায়
মত্ত সারাক্ষণ। পাখিরাও পেটের পূজায় মগ্ন। কেবল বৃক্ষেরা বুঝি খানিকটা সামাজিক। কিন্তু ঝড় এসে দুমড়েমুচড়ে দিয়ে যায় তাদেরকেও খড়কুটোর মতো।

আকাশের নিচে মানুষ তুলেছে ছাদ, বৃষ্টি এসে যাতে না পারে ভিজিয়ে
দিতে; মাটির উপর ওঠায়েছে বিল্ডিং, ঝড় এসে যাতে
করতে না পারে নিশ্চিহ্ন। সে আবিষ্কার করেছে ঔষধ, যাতে
কলেরা-ক্যান্সার-ম্যালেরিয়া আধিপত্য না চালায় পৃথিবীতে।
সে সৃষ্টি করেছে বিজ্ঞান, যা তার বাড়িতে দিয়েছে এনে
বেহেস্তের সুখ। সে রচনা করেছে কাব্য ও সঙ্গীত, যা তার
জীবনে এনেছে অনন্তের সুধা। আমি জয়গান গাই
মানুষের।

তিনি বললেন, তবু কি-রহস্য,
দোজখের বীভৎস আগুনে এ মানুষই হবে ছাইভস্ম!

১৭.১০.২০১০ হরিণাকুণ্ডু

এখানে আপনার মন্তব্য রেখে যান