দেয়ালে বাজেনা শব্দ
দেয়ালের নেই মুখ,
দেয়ালে শুধুই পিঠ ঠেকে যার
খেয়ালেই তার সুখ।
দেয়ালে প্রেমের চিহ্ন
আর ছিলো দুটো নাম,
বহুদিন পর সেই দেয়ালেই
আজ পিঠ ঠেকালাম।
দেয়ালে বাজেনা শব্দ
দেয়ালের নেই মুখ,
দেয়ালে শুধুই পিঠ ঠেকে যার
খেয়ালেই তার সুখ।
দেয়ালে প্রেমের চিহ্ন
আর ছিলো দুটো নাম,
বহুদিন পর সেই দেয়ালেই
আজ পিঠ ঠেকালাম।