আশার শিশুরা তবু / সাইফ আলি

আমাদের রাত যেনো শুকনো পাতার মতো বেজে ওঠে
শুধু ওঠে বেজে…
আমাদের স্বপ্নেরা ভূতের পোশাকে আসে সেজে,
আমাদের ঘুমশিশু চোখ মেলে বসে থাকে তারাদের মতো-
মেঘের শরীরে ঠেকে পা;
আশার শিশুরা তবু কোত্থেকে ডেকে আনে চাঁদ জলশা…!!

এখানে আপনার মন্তব্য রেখে যান