তিনি / সায়ীদ আবুবকর

আমি জন্মকে স্বাগত জানাই, ধিক্কার জানাই মৃত্যুকে।
আমি ফুলকে স্বাগত জানাই, ধিক্কার জানাই কণ্টককে।
আমি দয়াকে স্বাগত জানাই, ধিক্কার জানাই নিষ্ঠুরতাকে।
আমি প্রেমকে স্বাগত জানাই, ধিক্কার জানাই ঘৃণাকে।
আমি বৃষ্টিকে স্বাগত জানাই, ধিক্কার জানাই খরাকে।
আমি আহারকে স্বাগত জানাই, ধিক্কার জানাই দুর্ভিক্ষকে।
আমি স্বাস্থ্যকে স্বাগত জানাই, ধিক্কার জানাই অসুখবিসুখকে।
আমি মৈত্রীকে স্বাগত জানাই আর ধিক্কার জানাই যুদ্ধকে।

কিন্তু তিনি বলেন, আমি দিবসকে স্বাগত জানাই, স্বাগত জানাই রাত্রিকেও। আমি শান্তিকে স্বাগত জানাই, স্বাগত জানাই দুঃখকেও।
আমি পুণ্যকে স্বাগত জানাই, স্বাগত জানাই পাপকেও।

আমি অবাক হয়ে বললাম, পাপ তো নিয়ে যাবে মানুষকে দোজখের দ্বারপ্রান্তে!

-শোনো বৎস, আবু জেহেল না থাকলে জমে উঠতো না মহম্মদের খেলা, ফেরাউন না থাকলে মুসার জলদৌড়, আর নমরুদ না থাকলে ইব্রাহিমের অগ্নিবিজয়। ইসমাইল ও হাজেরার প্রচণ্ড পিপাসার মিষ্টি ফসল আবে জমজম। আমি পুণ্যে উড়তে চাই আলোর আকাশে বোরাকের মতো কিন্তু শ্রাবণের মতো চোখের পানিতে ভিজতে চাই সারাদিন পাপের স্পর্শে।

মানুষকে নিঃশেষ করে দেওয়া ক্ষুধা, দারিদ্র্য ও দুর্ভিক্ষ সম্পর্কে আপনার মন্তব্য কী?

-এসব তো মানুষেরই সৃষ্টি, বৎস। আমি আফ্রিকার কংকালসার নারী ও শিশুদের জন্য বিদ্রোহ করতে চাই পৃথিবীর পুঁজিবাদের বিরুদ্ধে। এশিয়া ও ল্যাটিন আমেরিকার নিপীড়িত মানুষের জন্য যুদ্ধ করতে চাই ইউরোপ ও যুক্তরাষ্ট্রের যত জলদস্যু আর আকাশদস্যুর বিরুদ্ধে। আমি গরিবের রক্তচোষা ধনীর পুঞ্জিভূত খাদ্যের গোডাইন লুট করে এনে বণ্টন করতে চাই বুভুক্ষু মানুষের মধ্যে, অনাহার যাদের শরীরে হাড়গোড় ছাড়া অবশিষ্ট রাখেনি কিছু। আমি পাশ্চাত্যের সমুদয় আলো ছিনতাই করে এনে বিলি করতে চাই এশিয়া ও আফ্রিকার সেই সমস্ত ঘরে, যেখানে দিন ও রাত্রির মধ্যে কোনো ব্যবধান নেই। কিন্তু আমি এক বেলা খেয়ে দুই বেলা অনাহারে থাকতে চাই, এক বেলা জীবনকে উপভোগ করে দুই বেলা মৃত্যুর কষ্টে ভুগতে চাই, এক বেলা মিলনের আনন্দে ভেসে দুই বেলা ডুবতে চাই বিরহের জলে।

১৭.১০.২০১০ হরিণাকুণ্ডু

এখানে আপনার মন্তব্য রেখে যান