আপনাকে মারার কোনো ফন্দি আঁটিনি আমরা
আপনাকে বাঁচানোর সর্বত্তম ব্যবস্থা নিতেই এসেছি এখানে,
দেখুন জনাব- হাত পা ছুড়বেন না। জানেনই তো
পুকুরের মাছগুলো ঘোলাজলে ঠিকঠাক চলতে পারে না।
আপনি সাঁতার জানেন সেটা আমরা জানি,
তবে ভাবুন, আপনার হাতে পায়ে জলাশয়ে ঢেউ যদি ওঠে
মাছেরা মানবে কেনো??
তাদেরও তো অধিকার আছে…
বিবেকের তাড়নায় দয়া করে সাঁতারটা ভুলে যান।
এখানে আপনার মন্তব্য রেখে যান