না কোন শূন্যতা মানি না (উৎসর্গ) / আল মাহমুদ

আমি আর ফিরবো না। সময়ের বিপরীত গতি
কেন যে আমাকে টানে? টানে নদী টানে চরভূমি,
কিংবা চুম্বক সেই, যার নাম কবির নিয়তি,
হয়তো বিস্মৃতি টানে। মৃত্যু টানে। টেনে ধরো তুমি

স্মৃতির অদৃশ্য বাহু এতদূর বাড়ায় আঙুল
বাড়িয়ে দিয়েছে দেখো তুলে নিতে কবির হৃদয়
কিন্তু এতো মাংস মাত্র, রক্তরস, যদিও তুমূল
আক্ষেপের আলোড়নে জপে চলে প্রেমের বিজয়

থাকবো  না। এবার মিটিয়ে দাও নিয়তি আমাকে
ইশকের তাড়া থেকে মুক্তি দাও-হয়ে যাই পানি;
মানুষের সাধ্য নেই সে কাঁপুনি অঙ্গে ধরে রাখে
যখন তরণী নড়ে, নাম ডাকে খেয়ার পারানি।

আমাকে নির্ভয় করো হে নকীব, করো নিরাকৃতি
আকার বিলীন হলে মিটে যাবে স্মৃতি ও বিস্মৃতি।

এখানে আপনার মন্তব্য রেখে যান