সে ছিল / সাইফ আলি

সে ছিল শুভ্র শরতের কাশ
বাতাসে দুলতো কেশ,
শহরের ছাদে জানালার ফ্রেমে
তবুও মানাতো বেশ!

সে ছিল খাঁচার ছোট্ট পাখিটা
বাতাসে মেলেনি ডানা,
বইয়ের পাতায় বন্দি দু’চোখে
জোছনা বাঁধেনি দানা।

সে ছিল অফিসে অথবা ফ্লাটের
চারটি দেয়ালে বন্দি,
কখনো সবুজ ঘাসের সঙ্গে
হয়নি শিশির সন্ধি।

তবুও সে ছিল শরতের কাশ
বাতাসে দুলতো তার
স্রোতহারা এক শীর্ণ নদীর
আমৃত্যু হাহাকার।

এখানে আপনার মন্তব্য রেখে যান