তোমাকে দেখলাম শাহবাগের মোড়ে ফুলের দোকানে
কিন্তু তোমার হাতে কোনো ফুল দেখলাম না;
কোনো ধরণের ফুলের সাথেই সম্পর্ক স্থাপন করতে দেখিনি তোমাকে
তবু এই দুপুরের রোদে একগুচ্ছ ফুলের দিকে তাকিয়ে ঠাই তুমি দাঁড়িয়ে আছো !!
আমি বড্ড অবাক হয়েছি জানো…
পচন্ড রোদে পুড়ে যারা ঠান্ডা পানি বেচে তাদের আর তোমার মধ্যে তফাৎ ছিলো না কোনো।
তুমি বলতে, পৃথিবীতে ফুল কোনো কাজের জিনিস নয়,
শুধু শুধু টাকা দিয়ে খোপায় গোজার কোনো মানেই হয়না।
আজ সেই অপ্রয়োজনীয় ফুলেদের দিকে, তৃষ্ণার্ত কাকের মতো তোমাকে দেখে চমকে উঠেছি আমি।
ভাবলাম, তোমাকে ডাকি; ডেকে বলি- দূর থেকে দেখে আর কতটুকু বোঝা যায়,
হাত দিয়ে ছুঁয়ে দেখো, ঘ্রাণ নাও;
হয়তো পেতেও পারো তোমার দৃষ্টি যাকে খোঁজে…