যখন শরীর আত্মার উপর চড়ে বসে তখন মানুষ যদি সাপবিচ্ছু বাঘভাল্লুক গরু ও গাধার মতো আচরণ করতে থাকে, অবাক হয়ো না। মানুষ পুলিশ দিয়ে বন্ধ করতে চায় চুরিডাকাতি খুনখারাবি স্মাগলিং ধর্ষণ; দুর্নীতি দমন কমিশন দিয়ে প্রতিরোধ করতে চায় রাষ্ট্রের দুর্নীতি; তুমি ঘোড়াকে জোর করে নদীর কিনারে নিয়ে যেতে পারো, জোর করে তাকে খাওয়াতে পারবে না পানি। গরুর চোখ দিয়ে তুমি দেখো না জীবন, বাঘের পা দিয়ে হেঁটো না পৃথিবীতে, অন্ধের হাত ধরে রাস্তা হয়ো না পার, তোমার অসুখ সারার জন্যে ডিগ্রিধারী ডাক্তারের দ্বারস্থ হয়ো না কখনও;তোমার অসুখ তো তোমারই ভেতর। যারা পৃথিবী চালায় তারা যদি গরুর মতো না হতো, তারা যদি ইব্রাহিমের ধর্মে আকৃষ্ট হয়ে কুরবানি দিতো তাদের আত্মার জঙ্গলে রাজত্ব করা সমস্ত গোপন পশুকে! হায়, মানুষ যদি মানুষ হতো, কতই না সুন্দর হতো মানুষের পৃথিবী এবং জীবন!
২১.১১.২০১০ ঝিনাইদহ
এখানে আপনার মন্তব্য রেখে যান