তারার পতন হলে / সাইফ আলি

মাত্রই যে তারার পতন হলো
আগামীকালের পত্রিকায় তাকে নিয়ে লেখা হতে পারে
বেশকিছু তরতাজা নতুন কবিতা…
অথবা গল্প এক ‘তারার পতন’।
একুশের বইমেলায় তাকে নিয়ে মিলতে পারে গোটা দুই ঝাঁঝালো উপন্যাস।
এছাড়াও সভা-সমাবেশ, সেমিনার, মিছিল-মিটিং অথবা প্রেসক্লাব পাড়ায় বুদ্ধিজীবী মহলের নিরিহ মানববন্ধন!!
তবে যাই হোক তারাটির আর কোনো উদয় হবে না।

আজকাল এরকমই হয়, কবিরা কবিতা লেখে কবি হতে চায়,
আর যারা বুদ্ধিজীবী দাবি করে নিজেদের তারা সব পেশাজীবী ভাড়াটে পুতুল…
তারা চায় মানুষেরা হাততালি দিক,
চোখগুলো গোল করে বলুক- সাবাস, তারকার কোল থেকে খসে পড়া এরা সব তারকাই হবে!!

আশার বিষয় হলো, তারার পতন হলে আরো বেশি তারাদের আনাগোনা বাড়ছে এখানে;
যদিও এসব নিয়ে টকশোতে আলাপ জমে না-

এখানে আপনার মন্তব্য রেখে যান