যদি মিথ্যেই হতো, সূর্য উঠতো না, সন্ধ্যা নামতো না দিন শেষে, ঘাসের ডগায় জমতো না রাতের শিশির, এ জীবন বিড়ির মতো পুড়ে পুড়ে ছাই হয়ে যেতো। যদি কাল্পনিকই হতো, বাতাস বইতো না, নতুন পাতা ধরতো না গাছে, সবুজ পাতারা হলুদ হয়ে গিয়ে ঝরে ঝরে পড়তো না ধুলোয়, জীবনচক্র থেমে যেতো। যদি আজগুবি হতো, পিপাসা নিবারিত হতো না জলে, আগুনে পুড়তো না কাঠ, ভালবাসায় শীতল হতো না বুক, এ জমিন শস্যহীন বৃক্ষহীন মরুভূমিই হয়ে থাকতো। এত জীবনমৃত্যু, ঝড়বৃষ্টি, রৌদ্রছায়া, আলো ও অন্ধকারের আয়োজন চারদিকে, কারণ একটাই, আর তা হলো,
আমি তোমাকে ভালবাসি।
২৬.১১.২০১০ ঝিনাইদহ
এখানে আপনার মন্তব্য রেখে যান