সেদিন তৃষ্ণার্ত আমি / সাইফ আলি

সেদিন তৃষ্ণার্ত আমি
নদীর কাছে গিয়েছিলাম তৃষ্ণা মেটাতে
অতঃপর-
শান্ত সে বুকে ঠোঁট রেখে আকণ্ঠ পান করেছিলাম
তার সুমিষ্ট জল….

আজ তোমার কাছে এসেছি হে সমুদ্র
ভেবেছিলাম-
লক্ষ লক্ষ নদীর সুমিষ্ট জলের লহর
আছড়ে পড়েছে যেই বুকে,
সেই বুকে কতই না মধু…!

অথচ-
এ কেমন তিক্ত তোমার জল…!

( সমুদ্রের ভাষ্য- )
অবাক হয়ো না পথিক
ভাবো একবার
কি করে মিষ্টি হতো নদীর ঐ জল
তিক্ত বিষাদ যদি না হতো আমার-

যে ওষুধে উপশম হয় বিষের যন্ত্রণা
তাকেও তো বিষ হতে হয়-
লক্ষ নদীর বুক থেকে এইতো আমার সঞ্চয়।

এখানে আপনার মন্তব্য রেখে যান