তুমি শুধু দ্যাখো তুমি তোমাকে চেনো কিনা / সায়ীদ আবুবকর

জন্তুর পাশে যখন মানুষ দাঁড়ায়, কত সহজে মানুষকে যায় চেনা; মানুষের পাশে মানুষ দাঁড়ালেই পাকিয়ে যায় তালগোল।
বাঙালির পাশে যখন মালয়েশিয়ান দাঁড়ায়,
বুঝা যায় এ মানুষ এক নয়;
মালয়েশিয়ানের পাশে আমেরিকান দাঁড়ায়,
বুঝা যায় এ মানুষ এক নয়;
আমেরিকানের পাশে মিশরীয় দাঁড়ায়,
বুঝা যায় এ মানুষ এক নয়।
যখন জাপানীরা কথা বলে, তার পাশে নেপালীরা কথা বলে,
বুঝা যায় এ মানুষ এক নয়;
ব্রাজিলিয়ান কথা বলে, তার পাশে মঙ্গোলিয়ান কথা বলে,
বুঝা যায় এ মানুষ এক নয়;
আরবরা কথা বলে, তার পাশে তামিলরা কথা বলে,
বুঝা যায় এ মানুষ এক নয়।
যখন হিন্দুর পাশে কোনো বৌদ্ধ দাঁড়ায়,
বুঝা যায় এ মানুষ এক নয়;
বৌদ্ধের পাশে খ্রিস্টান দাঁড়ায়,
বুঝা যায় এ মানুষ এক নয়;
খ্রিস্টানের পাশে মুসলমান দাঁড়ায়,
বুঝা যায় এ মানুষ এক নয়।
সাদা, কালো, লম্বা, খাটো, মোটা, কৃশকায়, সুন্দর, অসুন্দর-
এত সব মানুষের মাঝে মানুষ চেনার উপায়টা কী, আমাকে বলুন।

তিনি বললেন, কী হবে মানুষ চিনে, বাছা? তুমি শুধু দ্যাখো তুমি তোমাকে চেনো কিনা।

২৮.১১.২০১০ ঝিনাইদহ

এখানে আপনার মন্তব্য রেখে যান