যদি মাথা থাকে / সাইফ আলি

যদি অমূলক কোনো শঙ্কায় কাঁপে মন
গাঢ় আঁধারের মাঝে জোনাকির আয়োজন
দেখে নিস
যদি বিস্তৃত কোনো জনহীন প্রান্তর
তবে অনাগত শত সম্ভাবনার স্বর
মেখে নিস

শীলা শঙ্কায় যদি বৃষ্টি ভাবিস ভুল
ঝড়ো সন্ধ্যায় যদি মাথায় তুলিস জ্বর
তবে নিজেকে নিজেই দেখ্-
ছোটো কুঠুরির মাঝে সৌখিন কবুতর।

যদি মাথা থাকে তবে উঁচু করে রাখ পাহাড়ের মতো
নিজেকে নিজেই ভাবিস না একা ভাগ্যাহত…

এখানে আপনার মন্তব্য রেখে যান