সবাই বলুক আমি বলবো না… / সাইফ আলি

শুনেছি তোমার সফল হওয়ার গল্প
শুনেছি তুমিও কাদায় রেখেছো পা,
কিন্তু যাদের নিয়তি করেছে ব্যর্থ
উপসংহারে মিলেছে ব্যর্থতা।

শুনেছি তোমার বংশের পরিচয়
তোমাকে দিয়েছে আলাদা মূল্যমান,
অথচ তুমিতো হাঁটতেই শিখলে না;
দেখলাম শুধু অযাচিত উত্থান।

সবাই বলুক তুমিই সফল তবু
আমি বলে যাবো সে তোমার দৈন্যতা
কোটায় তোমাকে বড় তো করেনি মোটে
প্রকাশ করেছে প্রচন্ড ব্যর্থতা।

এখানে আপনার মন্তব্য রেখে যান