ঘুম ঘুম চোখ রাত কালো রাত এখন তো আর খোঁজে না
ঘুমের মর্ম সবাই বুঝেছে শুধু এ শরীর বোঝে না
বাপের হোটেলে সংকট বড় মামা খালুদের জোর নেই
ঘুম ঘুম চোখ রাত শেষ রাত ঘড়ির কাঁটারা ঘোরছেই।
বেকার বেলার দিন নেই, নেই রাত্রি
ঘটক খোঁজে না পাত্রী
নিজেকে আজব কি যে মনে হয় মহাশূন্যের যাত্রী…
মনে হয় যদি নাবিক হতাম তারা গুণে ঠিক কিনার পেতাম
অথবা হঠাৎ কলস ভর্তি দিনার পেতাম!!
তবে সেই রাত সবথেকে বেশি রাত হতো
শরীর কিছুটা কাত হতো…
Advertisements