নীল শাড়িতে আকাশ তুমি
শাদায় মেঘের ফুল,
মধ্যরাতে পাহাড়ি এক ঝরনা তুমি
শীতল তোমার ঢেউ খেলানো চুল
হাত ছোয়াবো, ছোয়াবো না- ভাবছি যখন এই;
হঠাৎ তুমি বর্ষা হয়ে ভিজিয়ে ছাড়লেই।
নীল শাড়িতে আকাশ তুমি
শাদায় মেঘের ফুল,
মধ্যরাতে পাহাড়ি এক ঝরনা তুমি
শীতল তোমার ঢেউ খেলানো চুল
হাত ছোয়াবো, ছোয়াবো না- ভাবছি যখন এই;
হঠাৎ তুমি বর্ষা হয়ে ভিজিয়ে ছাড়লেই।