কোথায় একটা তার ছিঁড়ে গেছে, কোথায় একটা সুর;
কোথায় হঠাৎ ঘন বর্ষাতে মেঘছেঁড়া রোদ্দুর।।
কোথাও হয়তো আকাশ বতলে বন্দী
কোথাও হয়তো পাখিরা ভুলেছে রাস্তা
মানুষ থাকছে মানুষের সাথে ঠিকই
হয়তো বিলেতি কুকুরে খুঁজছে আস্থা।
কোথায় একটা অংকে মানেনি সুত্র
কোথায় একটা কিন্তু খুঁজেছে যুক্তি
প্রশ্নবোধক চিহ্ন ঝুলেছে কণ্ঠে
মেলেনি কেবল বিতর্ক থেকে মুক্তি।
মানুষ বোঝেনি মানুষের কোনো অর্থ
হৃদয় শোনেনি হৃদয়ের কোনো হাকডাক
চোখে চোখে কোনো কাব্য হয়নি রচনা
সবাই খুঁজেছে সার্থক উপসংহার…
এখানে আপনার মন্তব্য রেখে যান