হৃৎপিন্ডের কোলাহল গেলে থেমে
ঝাপসা হবে কি জমাট মেঘের দৃষ্টি,
নীল আকাশের চৌকাঠ থেকে নেমে
ভেজাবে জমিন অনাকাঙ্ক্ষিত বৃষ্টি?
ভীষণ খরায় চৌচির হওয়া ঠোঁটটা
ফিরে পাবে ফের ভরা বর্ষার চুম্বন,
নাকি হবে সেই ছেঁড়া কাগজের নোটটা
অচলাবর্তে কেটে যেতো যার দিনক্ষন।
ধুলো জমে যাওয়া এক জীবনের মূল্য
কতই বা হবে; রক্তের সেই স্রোত নেই,
তুমি বলেছিলে হিসাবের বহু ঊর্ধ্বে
শুধু তার সাথে আর কারো সহমত নেই।
Advertisements