তোমাকে ভাবতেই / সাইফ আলি

তোমাকে ভাবতেই কাশফুল ভাবি
ভেবে ফেলি জোনাকির রাত,
সবুজ স্যাওলার ঘাটে বসে বসে
নদীর সাথে হয় প্রিয় সাক্ষাত।

তোমাকে ভাবতেই শাদা ক্যানভাসে
আঁকতে ভালো লাগে আলুথালু চুল
অথচ কি দারূণ খোঁপা করে তাতে
ঝোলাও প্রতিদিন শিউলি বকুল।

তোমাকে ভাবতেই ভাববো না ভেবে
দুচোখ বুজে ফেলি যেই,
রাতের নেকাবের জানালাতে শুধু
তোমার চোখ ছাড়া আর কিছু নেই।

এখানে আপনার মন্তব্য রেখে যান