চোখের অন্তরালে থাকে এক চোখ
সেই চোখ আঁকে কিছু ছবি,
সেই চোখে থাকে কিছু কথা
গল্পের মতো, পরিপাটি; সাজানো গোছানো…
চোখের জানালা থাকে,
কিন্তু সে জানালায় চোখ রাখে
অধিকার কার?
একবার তুমি যদি অনুমতি দাও
তোমার গল্পটাকে সাজাবো এমন
মনে হবে কোনোদিন পড়োনি নিজেকে,
তোমার হৃদয়টাকে বাজাবো এমন
মনে হবে কোনোদিন শোনোনি নিজেকে…
Advertisements