-
: পাখিটার নাম কি?
- থাক না, উড়ে যায় যাক না…
ধাম কি??
পাখিটাকি উড়ে যায়,
গজিয়েছে পাখনা?
: পাখিটার আসমান নীল কি?
নীল না?
আমাদের সাথে তবে মিল কি!!
হায় হায় মিল নেই কস কি…
: হোক না অমিল তাতে দোষ কি?
পাখিটার চালচুলো ঠিক নেই
ধরাবাধা দিক নেই
আছে শুধু তাল-লয়-ছন্দ
দুটো পাখনার নেই দ্বন্দ…