আদতে সবাই এই / সাইফ আলি

পোঁড়া কোনো গন্ধ পাও
পুঁড়ে পুঁড়ে সভ্য হয় মাটি
আমি এক অসভ্য কৃষকের মাঠ
নরম কাদায় ভরা বুকের জমিন…
জলে ভিজি রোদে পুড়ি
লাঙলের ফলা দিয়ে যে কৃষক চিরে দেয় বুক
তাকে দিই স্বপ্নের সোনালি ফসল…
ওসব ব্যথার দান
গোলা ভরা ধান, পাট;
তারপরও অভাব মেটেনা।
অথচ তোমরা যারা সভ্যতা চাষ করো
আদালতে, অফিসে-ফাইলে;
এসি রুমে বসে বসে ঘামো
লিফটের বুকে-পিঠে নামো
নিচে আরো নিচে…. আরো নিচে……..
তাদের তো মনে হয় মেদের পাহাড়ে এক
ঝলসানো মোরগের মতো
ঝুলে আছো
তিক্ষ্ণ এক শিঁকে,
চারিদিকে ক্ষুধার্থ অসভ্য নেকড়ের পাল।
তোমরা যাকে আদর করে সভ্য বলে ডাকো
সেও হাটে কোঁচোর মতোন,
নরম জমিন খোঁজে,
ঢুকে পড়ে কাদার ভিতর।
আদতে সবাই এই নরম মাটিই ভালোবাসে
ফিরে আসে
কেউ আগে,
কেউ কিছু পরে; ফুরালে সময়….

এখানে আপনার মন্তব্য রেখে যান